ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসীর অবৈধভাবে ব্রিটেনে আসা ঠেকাতে ব্রিটেনের সরকার এক বিতর্কিত নতুন আইন করার কথা ঘোষণা করেছে। খবর বিবিসি।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় মঙ্গলবার এ আইনের বিস্তারিত তুলে ধরে বলেন, এই অভিবাসীদের আটক করা হবে এবং তার পর দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। প্রতি বছরই হাজার হাজার অভিবাসী নৌকায় করে বিপজ্জনক পথে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসছে। গত বছর ব্রিটেনে এভাবে ৪৫ হাজার অভিবাসী এসেছে এবং গত দুই বছরে এ সংখ্যা পাঁচগুণ বেড়েছে।