‘রেকর্ডের আগে দল নিয়ে ভাবা উচিত’, বাবরকে ডুল

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ১২:২৫

বাবর আজমের জন্য দিনটি হতে পারতো স্মরণীয়। পাকিস্তান সুপার লিগে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।


কিন্তু তারপরও হেরেছে তার দল পেশোয়ার জালমি। ২৪০ রানের বড় রান সংগ্রহ করেছিল তারা। এরপরও বড় জয় পেয়েছে জালমি।  


এর মধ্যেই সমালোচকরা খুঁজতে শুরু করেছেন হারের কারণ। পেশোয়ার জালমির বোলাররা নিঃসন্দেহে এর অন্যতম কারণ ছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে এই ম্যাচের খলনায়ক আরও একজন। তার মতে বাবর আজম এই হারের অন্যতম কারণ। কিন্তু সেঞ্চুরি করার পরেও কী করে কেউ দলের খলনায়ক হতে পারেন?


পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের বিপক্ষে বড় অভিযোগ তুলেছেন সাইমন ডুল। দলের সামনে নিজেকে নিয়ে ভাবার বাবরের স্বভাব তুলে ধরেন নিউজিল্যান্ডের সাবেক তারকা। তিনি ওই ১৬ বলে বাবর আজমের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ তুলেছেন।


সাইমন ডুল বলেন, ‘পিএসএলে বাবর সেঞ্চুরি করাটাই বড় ব্যাপার। এই রেকর্ডগুলো দুর্দান্ত। তবে তার আগে দলের কথা ভাবা উচিত। আসলে তার সেঞ্চুরি ইনিংসের সময়, বাবর আজম মাত্র ৪৪ বলে ৮০ রান করেছিলেন। কিন্তু সেঞ্চুরি পূর্ণ করতে তিনি এখন বাকি ২০ রান করতে ১৬ বল খেলেন। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us