ডায়ালাইসিস করতে গিয়ে সর্বস্বান্ত রংপুরের রোগীরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৮:০০

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসাসেবার প্রয়োজনীয় উপকরণ নেই। এ অবস্থায় বাইরে থেকে চিকিৎসার সব উপকরণ কিনতে হচ্ছে রোগীদের। একবার ডায়ালাইসিস করতে তিন হাজার টাকার উপকরণ কিনতে হচ্ছে। ফলে ডায়ালাইসিস করতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন বিভাগের সব জেলার রোগী।


এদিকে, অর্থের অভাবে অনেকের ডায়ালাইসিস বন্ধ রয়েছে। কারও কারও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এরই মধ্যে গত ১০ দিনে আট কিডনি রোগী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।


কিডনি রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ডায়ালাইসিস চিকিৎসার যন্ত্র ছাড়া কোনও উপকরণ নেই। সবকিছু বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। এ নিয়ে বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কোনও উপকরণ সরবরাহ করেনি। উপকরণ কিনতে না পেরে সপ্তাহে দুই বারের পরিবর্তে মাসে একবার ডায়ালাইসিস করছেন দরিদ্র রোগীরা। যারা প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছেন না, তাদের চিকিৎসা চলছে না। এতে শারীরিক অবস্থার অবনতি হয়ে কারও কারও মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায়। 


ডায়ালাইসিস বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সরা বলছেন, কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানোর পরও কোনও পদক্ষেপ নেয়নি। ফলে ডায়ালাইসিস সেবা অনেকটা বন্ধ অবস্থায় রয়েছে।


সরেজমিনে ডায়ালাইসিস ওয়ার্ডে ঘুরে এবং কিডনি রোগীদের সঙ্গে কথা বলে আট জনের মৃত্যু ও অনেকের শারীরিক অবস্থার অবনতির তথ্য জানা গেছে।


ঠাকুরগাঁও থেকে রংপুর হাসপাতালে ডায়ালাইসিস করতে এসেছেন সালমা বেগম (৫৫)। হাউমাউ করে কাঁদতে কাঁদতে এই নারী বলেন, ‘চিকিৎসা উপকরণ কিনতে না পারায় আমার ডায়ালাইসিস হচ্ছে না। শারীরিক অবস্থা খুবই খারাপ। ঠিকমতো হাঁটাচলাও করতে পারছি না।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us