মৃত্যুর ছয় বছর আগে আমেরিকান বিজনেস ম্যাগনেট ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস আমাদের মনের ভেতরে এক চরম সত্য ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন- "তোমার সময় সংক্ষিপ্ত, তাই অচেনা এক জীবন যাপন করতে গিয়ে এই সময় নষ্ট করো না।"
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি দুনিয়ার অন্যতম পথিকৃৎ স্টিভ জবস ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গ্র্যাজুয়েটের সামনের কথাগুলো বলেছিলেন। এর কিছুদিন আগেই স্টিভ জবসের অগ্ন্যাশয় ক্যান্সার ধরা পড়েছিল এবং চিকিৎসকরা বলেছিলেন, তিনি আর মাত্র তিন থেকে ছয় মাস বাঁচবেন।
মৃত্যু সন্নিকটে জেনেই বোধহয় স্টিভ জবস চেষ্টা করেছিলেন জীবনের অবশিষ্ট সময়টা সর্বোত্তমভাবে কাটাতে, আর এই বার্তাই তিনি স্ট্যানফোর্ডের সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদের দিয়েছিলেন। চিকিৎসকদের ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করে এরপরে আরও বছর ছয়েক বেঁচে ছিলেন জবস।