রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য ক্ষয় করতে শুরু করেছে। এদিক দিয়ে ভূমিকা রাখছে ভারত ও রাশিয়ার তেল বাণিজ্য। কারণ, সমুদ্রপথে রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অধিকাংশ চুক্তি নিষ্পত্তি অন্যান্য মুদ্রায় করছে নয়াদিল্লি ও মস্কো। খবর রয়টার্সের
ফলে বিশ্ববাণিজ্যে সর্বাধিক ব্যবহৃত মুদ্রা হওয়ার পরও ডলারের সর্বোৎকৃষ্ট উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সাথে এভাবে জ্বালানি তেল বাণিজ্য শুরু করে। এতে করে, বৈশ্বিক জ্বালানি তেল বাণিজ্য বড় পরিসরে অন্যান্য মুদ্রায় হওয়ার যে প্রচলন শুরু হয়েছে তার অনেক স্থায়ী প্রভাব পড়তে পারে ডলারের মানে।
ভারতের রয়েছে বিপুল জ্বালানি চাহিদা। দেশটি বিশ্বের তৃতীয় বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক। ওদিকে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর মস্কোর তেল কেনা কমাতে থাকে ইউরোপ। আমদানিতে দেয় নিষেধাজ্ঞা। মস্কোও খুঁজছিল বিকল্প বাজারে রপ্তানি বৃদ্ধির উপায়। এশিয়ায় চীন ও ভারত মস্কোর তেলের আগ্রহী ক্রেতা হয়ে ওঠে তারপর।