ফেইসবুকের মোবাইল অ্যাপ থেকে মেসেঞ্জার অ্যাপ আলাদা হয়েছে নয় বছর আগে। এতদিন পর অ্যাপ দুটো পুনরায় সমন্বিত করার পথে এগুচ্ছে মেটা।
“আমরা ফেইসবুক অ্যাপে ব্যবহারকারীর মেসেঞ্জার ইনবক্সে প্রবেশের সুবিধা পরীক্ষা করছি। আর শীঘ্রই আপনারা দেখতে পাবেন, এটি বিস্তৃত হচ্ছে।” --লিখেছেন ফেইসবুক প্রধান টম অ্যালিসন।
“শেষ পর্যন্ত আমরা চাই, মেসেঞ্জার বা সরাসরি ফেইসবুক অ্যাপ যাই হোক, এতে ব্যবহারকারীর সংযোগ ও শেয়ারের উপায় যেন সহজ ও সুবিধাজনক হয়।”