অপু-বুবলীর দ্বন্দ্বের তির এবার বর্ষার দিকে

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১০:২১

অনন্ত জলিলের হাত ধরেই বড় পর্দায় পথচলা শুরু হয় চিত্রনায়িকা বর্ষার। ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায় জুটি বাঁধার পর এই দুজনকে অন্য নায়ক বা নায়িকার বিপরীতে দেখা যায়নি। অনন্তর সব সিনেমায় নায়িকা হিসেবে বর্ষা কেন? এ প্রশ্ন হরহামেশাই শোনা যায়। এ জুটির সর্বশেষ সিনেমা ‘দিন: দ্য ডে’ মুক্তির পর এ প্রসঙ্গে বর্ষা অনেকটা খোঁচা দিয়েই বলেছিলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ, যাঁরা সন্তানের কথা হাইড করে? নাকি যারা মাদক নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? আমি সেই গ্রেডের নায়িকা না।’


বর্ষার এমন মন্তব্যের পর অনেকেই ধারণা করেছিলেন কথাগুলো অপু বিশ্বাস ও পরীমণিকে উদ্দেশ্য করে বলা। তখন এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অপু। তবে সম্প্রতি বুবলী ও তাঁর ছেলে বীরের একটি ছবি বর্ষা ফেসবুকে পোস্ট করার পর অপু বিশ্বাস কৌশলী এক তির ছুড়লেন বর্ষার দিকে। সেই জেরে ভক্তদের নানা মন্তব্যে ত্রিমুখী এক ভার্চুয়াল যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us