ঈদে মুক্তির মিছিলে ১০ সিনেমা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১০:২০

বছর ঘুরে ঈদ এলেই প্রেক্ষাগৃহগুলো জমে ওঠে। দর্শকসংকটের এ সময়েও সিনেমা মুক্তির হিড়িক পড়ে ঈদের সময়। রোজার ঈদ আসতে এখনো মাস দেড়েক বাকি। এর মধ্যেই প্রযোজকেরা সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ পর্যন্ত ১০টির মতো সিনেমার কথা জানা গেছে, যেগুলো ঈদে মুক্তি দিতে চাইছেন প্রযোজকেরা।


এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ইয়ামিন ববি। গত রোববার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। আসন্ন ঈদুল ফিতরে পাপ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে “পাপ”-এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছি। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই আমরা সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি, এই ঈদে দর্শকদের নতুন চমক দিতে পারবে জাজ মাল্টিমিডিয়া।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us