দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া চেলসি পেল আলোর দেখা। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পেল দারুণ এক জয়। প্রথম লেগে হেরে পিছিয়ে থাকার পরও জায়গা করে নিতে পারল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে গ্রাহাম পটারের দল। প্রথমার্ধে রাহিম স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুইবার নেওয়া স্পট কিকে ব্যবধান বাড়িয়েছেন কাই হাভার্জ।
প্রথম লেগে ১-০ ব্যবধানে হারা চেলসি ২-১ গোলের অগ্রগামিতায় জায়গা করে নিল শেষ আটে। সেখানে তাদের সঙ্গী বেনফিকা। একই সময়ে হওয়া অন্য ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে ৫-১ গোলে জেতে পর্তুগালের দলটি। ঘরের মাঠে গোল উৎসবের আগে বেলজিয়ামে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল তারা।