ফিফা ২৩ গেইমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ন্যাশনাল উইমেন’স সকার লিগ (এনডব্লিউএসএল)’।
সোমবার গেইমটির নির্মাতা কোম্পানি ইলেকট্রনিক আর্টস ঘোষণা দিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে ‘এনডব্লিউএসএল’-এর ১২টি দল ও এইসব দলে খেলা সকল নারী অ্যাথলেটকে পাওয়া যাবে গেইমটিতে।
‘এনডব্লিউএসএল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে’র সঙ্গে জনপ্রিয় এই গেইম নির্মাতা কোম্পানির সম্প্রতি করা চুক্তি এই পদক্ষেপ বাস্তবায়নের পেছনে কাজ করার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।