মিশরের দক্ষিণাঞ্চলে প্রাচীন একটি মন্দিরের কাছ থেকে স্ফিংস-সদৃশ একটি মূর্তি পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রত্নবস্তুটি হাথোর টেম্পলের (মন্দির) কাছে খুঁজে পাওয়া যায়। এই স্থানটি মিশরের সবচেয়ে বেশি সুরক্ষিত প্রত্নস্থান। চুনাপাথরের এই স্ফিংসটির মুখে হাসি লেগে রয়েছে। দুই গালের দুই পাশে দুটি টোল রয়েছে।