বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা মানেই বাড়তি আবেগ। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে ট্রফি উঠায় সেটি ভিন্ন উচ্চতা ছুঁয়েছে। এই ফুটবলীয় আবেগকে কেন্দ্র করেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। খোলা হয়েছে দূতাবাস। শুধু বাংলাদেশের মানুষের মধ্যেই যে আবেগ কাজ করছে তা নয়। তাদের ভালোবাসার প্রতিদান দিতে উন্মুখ আর্জেন্টিনাও। এবার কাবাডি দল অনুশীলন করেছে লাল-সবুজ পতাকা সামনে রেখে।
আগামী ১১-২২ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলবে ম্যারাডোনা-মেসির দেশ। আগামী শুক্রবার ঢাকায় পা রাখতে যাচ্ছে তারা। বাংলাদেশে প্রথম খেলতে আসার আগে লক্ষ্যও ঠিক করে ফেলেছে। এখন এই দেশের মানুষের মন জয় করে নিতে চাইছে আর্জেন্টিনার কাবাডি দল।
বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বুয়েন্স আয়ার্সে কাবাডি দলের কোচ রিকার্ডো আকুনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের কথোপকথনে ঢাকায় খেলতে আসার উচ্ছ্বাস টের পাওয়া গেছে তার মাঝে।
৫৪ বছর বয়সী আকুনা শুধু কাবাডির কোচই নন, তাদের অ্যাসোসিয়েশনের সভাপতিও। ২০০৩ সাল থেকে কাবাডির সঙ্গে জড়িয়ে যাওয়ার আগে ফুটবল, রাগবি, ব্যাডমিন্টনসহ অন্য খেলাও খেলেছেন। কাবাডির প্রসারে নিজেই দেশের হাল ধরেছেন। আকুনা বলেছেন, ‘ফুটবল ও রাগবি খেলোয়াড় ছিলাম। ব্যাডমিন্টনও খেলেছি। এছাড়া ফুটবলে কোচিংও করাই। রাগবির সঙ্গে কাবাডির মিল আছে। তাই জড়িয়ে গেছি। যদিও এখানে কাবাডি জনপ্রিয় খেলা নয়। তারপরেও নন অলিম্পিকভুক্ত ইভেন্টটির প্রসারে কাজ করছি।’