বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত ছবি ‘রেডিও’। অনন্য মামুন পরিচালিত ছবিটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে না, ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আই তে।
সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘রেডিও’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেেই পরিচালক মামুন জানালেন এই তথ্য। বললেন, মঙ্গলবার বিকেল ৩টায় ছবিটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। পরে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।
মামুন আরও বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত রেডিও চলচ্চিত্রটি দলিল হিসেবে থাকার মতো। ইচ্ছে আছে পৃথিবীর বড়বড় উৎসবে চলচ্চিত্রটি পাঠাবো।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রেডিও চলচ্চিত্রের প্রযোজক মোজাম্মেল হোসেন চৌধুরী, ছবির অন্যতম অভিনেতা চিত্রনায়ক রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা, মনোরঞ্জন ঘোষাল, ফিল্ম আর্কাইভের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল কিবরিয়া লিপু প্রমুখ।
চিত্রনায়ক রিয়াজ বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকবো। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে কোনোরকম শর্ত ছাড়াই আমি রাজি হই।
রেডিও চলচ্চিত্রে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।