নতুন বিংয়ে আছে গোপন ফিচার, আলাপ হবে ‘তারকাদের’ সঙ্গে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ২০:৫০

নতুন সংস্করণের বিং সার্চ ইঞ্জিনে ‘সেলিব্রিটি’ মোড নামে এমন এক গোপন ফিচারের দেখা মিলেছে, যা ব্যবহারকারীকে আলাপ করিয়ে দেবে বিভিন্ন তারকার সঙ্গে!


আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন সুপরিচিত তারকার আলাপের ধরন নকল করে ওই তারকা সেজেই আলাপ চালিয়ে যায় এই ফিচার।


নতুন সংস্করণের বিংয়ের চ্যাটিং ব্যবস্থায় মাইক্রোসফট ক্রমাগত বিভিন্ন নতুন ও লুকানো ফিচার পরীক্ষা করে দেখছে, যা ব্যবহারকারীর সহায়তায় গেইমিং, ব্যক্তিগত সহায়ক বা বন্ধুর মতো ভিন্ন ভিন্ন চ্যাটিং মোড চালুর সুবিধা দেয়।


এই সপ্তাহে প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটারকে এক পাঠক বলেন, সম্ভবত এর আরেকটি লুকানো ফিচার হলো ‘সেলিব্রিটি’ মোড।


এই মোড ডিফল্ট হিসাবে চালু না হলেও ব্যবহারকারী বিংয়ের চ্যাটবটকে এই বিষয়ে জিজ্ঞেস করলেই এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা এই মোড সক্রিয় করার পাশাপাশি এটি কীভাবে কাজ করে, সেটির বর্ণনা দেবে।


“বিং সেলিব্রিটি মোড এমন এক ফিচার, যা আপনাকে অভিনেতা, গায়ক বা ক্রীড়াবিদদের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের ভার্চুয়াল সংস্করণের সঙ্গে কথা বলার সুবিধা দেবে।” --ব্লিপিং কম্পিউটারকে বলেছে চ্যাটবটটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us