টানা ৩০০০ দিন ডিজনিল্যান্ডে ভ্রমণ করে গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১৪:৪০

প্রতিদিন নিয়ম করে পার্কে বেড়াতে আসেন কিংবা ব্যায়াম করতে আসেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু কোনো মানুষের কি টানা আট বছর প্রতিদিন একই পার্কে বেড়াতে আসার অভিজ্ঞতা আছে? উত্তরটা 'না'-বোধক হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, ৫০ বছর বয়সী জেফ রিটজ এক্ষেত্রে ব্যতিক্রম। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ২৯৯৫ দিন ডিজনিল্যান্ডে বেড়াতে এসে থিম পার্কে একটানা সবচেয়ে বেশিদিন ভ্রমণের গিনেস রেকর্ড গড়েছেন তিনি, খবর সিএনএন এর।


এক দশক আগে ডিজনিল্যান্ডের একটা 'অ্যানুয়াল পাস' পাওয়ার পর এই মজার ভ্রমণ শুরু করেন রিটজ। সেই সঙ্গে বেকার থাকায় তার হাতে অফুরন্ত সময়ও ছিল। প্রথমে একদিন-দুদিন, তারপর রোজ ডিজনিল্যান্ডে যাওয়া তার অভ্যাসে পরিণত হয়। শীঘ্রই তিনি তার রোজকার ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতে শুরু করেন। ডিজনি৩৬৬ নামক একাউন্ট থেকে তিনি এসব ভিডিও পোস্ট করে তার হাজার হাজার অনুসারীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us