You have reached your daily news limit

Please log in to continue


এমন ‘অপেশাদার ফুটবল’ টেন হাগের কাছে ‘অগ্রহণযোগ্য’

 

যে জায়গাটা ছিল উৎসব-উচ্ছ্বাসের কেন্দ্র, সপ্তাহ না পেরোতেই সেখানে ঘোর নিস্তব্ধতা।

আগের রোববার ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে ট্রফির দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহ পর এবার অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৭-০ গোল বিধ্বস্ত হলো এরিক টেন হাগের দল।

সপ্তাহের ব্যবধানে সম্পূর্ণ বিপরীত দুটি অভিজ্ঞতা হলো ওল্ড ট্রাফোর্ড সমর্থকদের। লিগ কাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ঘুচেছিল ৬ বছরের শিরোপা-খরা। আর লিভারপুলের কাছে ৭ গোলের ব্যবধানে হেরে দগদগ করে উঠল ৯ দশকের পুরোনো যন্ত্রণা। শেষবার ১৯৩১ সালে উলভসের কাছে এত বড় ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। সেই দুঃস্মৃতি ফের জেগে ওঠায় যারপরনাই বিরক্ত টেন হাগ। তাঁর ১০ বছরের পেশাদার কোচিং ক্যারিয়ারে এত বড় ব্যবধানে হারও এই প্রথম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন