বলিউডে সোনায় সোহাগা হয়ে আসা ‘পাঠান’ ঝড় এখনো বয়ে চলেছে। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি। দর্শকদের পছন্দের ‘পাঠান’ ছয় সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে। যখন সিনেমাটির ব্যবসা নিম্নমুখী হওয়ার কথা, ঠিক সেই সময়ে পাঁচ সপ্তাহের চেয়ে বেশি আয় করে তাক লাগিয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইম, বলিউড মুভি রিভিউজ ডট.কম, পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী ‘পাঠান’-এর এই হঠাৎ আয় বাড়ার পেছনে রয়েছে চার কারণ।