ইরানে বিক্ষোভ যেন শেষ হচ্ছে না। বিভিন্ন স্কুলে ছাত্রীদের সন্দেহভাজন বিষ প্রয়োগের ঘটনায় শনিবার অভিভাকরা রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে প্রতিবাদ করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে এ অসুস্থতায় দেশটির কয়েকশ ছাত্রীকে ভুগতে দেখা গেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, ছাত্রীদের বিষপ্রয়োগ করা হতে পারে। আর এর পেছনে ‘তেহরানের শত্রুরা’ কাজ করছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ছাত্রীদের ‘হালকা বিষক্রিয়ার’ শিকার হয়েছে। এদিকে অনেক রাজনীতিবিদ বলছেন, মেয়েদের শিক্ষার বিরোধিতাকারী কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলো মেয়েদের লক্ষ্যবস্তু করে থাকতে পারে।
ইরানের ১০টি প্রদেশের ৩০টিরও বেশি স্কুল থেকে শনিবার এ ধরনের অসুস্থতার খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, অভিভাবকরা তাদের সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্কুলে জড়ো হয়েছেন। কিছু শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স বা বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, পশ্চিম তেহরানে শিক্ষা মন্ত্রণালয় ভবনের বাইরে শনিবার অভিভাবকদের একটি জমায়েত অসুস্থতার প্রতিবাদে একটি সরকারবিরোধী বিক্ষোভ করছেন।