ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ১৯:১৬

সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। ঘুষ নিয়ে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে ভিসা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।


রোববার (৫ মার্চ) সৌদি আরবের দৈনিক আল মারসদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশের সৌদি দূতাবাসের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকার সমান।


গ্রেফতাররা হলেন ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি।


নাজাহা কর্তৃপক্ষ সৌদি দূতাবাসের সাবেক এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা ঘুষ নেওয়ার তথ্য স্বীকার করেছেন। তারা ঘুষ থেকে প্রাপ্ত অর্থ সৌদি আরব ও সৌদি আরবের বাইরে বিনিয়োগ করেছেন।


রোববার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মানব পাচার ও ঘুষ নিয়ে ভিসা দেওয়ার জন্য দেশটিতে ৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us