চাকরিতে যোগ দিয়েছেন গায়ক আসিফ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ১২:১৫

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর জীবনে প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন। এতদিন তিনি গানকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন।


চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি আসিফ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন। আসিফ তার স্ট্যাটাসে লিখেছেন, মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি।


এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।


স্ট্যাটাসে আসিফ আরও লেখেন,
‘Name: Asif Akbar
Position: Country Head, Bangladesh
HELLO SUPERSTARS ( App )
(Including west Bengal, India)
Versatilo Group, Dhaka, Bangladesh…
আমার জন্য দোয়া করবেন সবসময়ের মত। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us