সৌদি লিগের মাসসেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত রোনালদো

সমকাল প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ১২:৩১

শুরুর ধাক্কা সামলিয়ে সৌদি আরবের ফুটবলে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। আর এর জন্যই হয়েছেন সৌদি প্রো লিগের মাসসেরা।


শুক্রবার রাতে আল বাতিনের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে আল নাসর। তবে প্রো লিগের এই ম্যাচে গোলের স্বাদ নিতে পারেননি ৩৮ বছর বয়সী রোনালদো। খেলা শুরুর আগে পর্তুগিজ মহাতারকার হাতে তুলে দেওয়া হয়েছে মাসসেরার সম্মাননা।


মাসসেরার পুরস্কার পেয়ে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! আল নাসর দলের অংশ হতে পেরে গর্বিত।'


রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল নাসর। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩তে পরিণত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us