১.৩ বিলিয়ন ডলার ঋণের ৫০০ মিলিয়ন পাকিস্তানকে দিয়েছে চীন

সমকাল প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১৬:০১

পাকিস্তানের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) এবং চীনের একটি ব্যাংক থেকে এরই মধ্যে ৫০০ মিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার রাতে টুইট করে এ তথ্য জানিয়েছেন। খবর: জিওটিভি অনলাইন’র।


মার্কিন ডলার রিজার্ভের সংকটে থাকা দেশ পাকিস্তান মূল্যস্ফীতি বৃদ্ধিসহ নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। 


পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, ১ দশমিক ৩ বিলিয়ন অর্থাৎ ১৩০ কোটি ডলারের এই ঋণ সহায়তা কয়েকদিনের মধ্যেই তিন কিস্তিতে পাওয়া যাবে। স্টেট ব্যাংক অব পাকিস্তান এরই মধ্যে প্রথম ধাপের ৫০০ মিলিয়ন ডলার গ্রহণ করেছে।


পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘এটি আমাদের বৈদেশিক রিজার্ভ বাড়াবে।’


পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গত ২৪ ফেব্রুয়ারি ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে নেমেছিল। এই অর্থ দিয়ে পাকিস্তান এক মাসেরও কম সময় আমদানি ব্যয় মেটাতে পারে। তবে মোট রিজার্ভ ছিল প্রায় ৯ বিলিয়ন, যার সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর রাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us