পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও আগুনের ঘটনায় দুজন নিহতের পর বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আতঙ্কে পঞ্চগড় বাজারের দোকানপাট শুক্রবার দিনভর বন্ধ থাকলেও শনিবার সকাল থেকে সব প্রতিষ্ঠান খুলেছে। শহরে সাধারণের যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে।
সরেজমিন দেখা গেছে, পরিস্থতি স্বাভাবিক হলেও বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্ষতিগ্রস্থ আহমদিয়াদের প্রতিষ্ঠানগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে; সেগুলোতে কোনো মালামাল দেখা যায়নি।