কাতার বিশ্বকাপ জয়ের পর চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো খেলতে নামবে আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা ও কিরাসাওয়ে। এই দুই ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচ দিয়েই তিন তারকাসংবলিত জার্সিতে খেলা শুরু করবেন মেসি-ডি মারিয়ারা।চ্যাম্পিয়নদের স্কোয়াডে অনুমিতভাবেই আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী পিএসজি তারকা লিওনেল মেসি।
ডাকা হয়েছে আনহেল ডি মারিয়া, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজসহ নিয়মিত মুখদের।বিশ্ব চ্যাম্পিয়ন দলের ২৬ সদস্য ছাড়াও প্রাথমিক দলে আছেন আরও ৮ ফুটবলার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। ইউনাইটেডের হয়ে দারুণ সময় কাটানোর ফলস্বরূপই মূলত এ পুরস্কার পেলেন তিনি।