অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, সরকার জনগণের ওপর নির্ভর করছে না। সরকারের নির্ভরতা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাফিয়া, দখলবাজদের ওপর। একইভাবে দেশের বাইরে তাদের আদানি, মোদি, চীন ও রাশিয়াকে খুশি করতে হয়। তাদের শামীম ওসমানের মতো লোক দরকার। যারা শুধু খুন করে না, মানুষকে আতঙ্কিত করে রাখে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন: ‘ত্বকী হত্যার বিচার কেন হচ্ছে না, তা দেশের মানুষ বুঝতে পারে’ অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ত্বকী হত্যার বিচার হচ্ছে না দশ বছর।