জাপানে সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনর্গণনা করেছে।
এই গণনায় আগের চেয়ে সাত হাজারের বেশি নতুন দ্বীপের খোঁজ পাওয়া গেছে।দেশটির জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) ডিজিটাল ম্যাপিংয়ে সম্প্রতি নিশ্চিত হয়েছে, জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ আছে, যা সরকারি হিসাবে দ্বিগুণেরও বেশি, ৭ হাজার ২৭৩টি। ১৯৮৭ সালে জাপান কোস্টগার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে ৬ হাজার ৮৫২টি দ্বীপ আছে।