সাফো-কথন

সমকাল প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৮:৩১

গ্রিক শিল্পসাহিত্যে ধ্রুপদিকাল যখন পুরুষ-আধিপত্যের ইতিহাসে পরিপুষ্ট, তারও চারশ বছর আগে, প্রাচীন গ্রিসে এক জনপ্রিয় কবির দেখা মিলেছিল, যিনি ধ্রুপদি গ্রিসের প্লেটো ও অ্যারিস্টটল দু’জনের দ্বারাই উদ্ধৃত হয়েছিলেন। একই সঙ্গে গ্রিক থেকে রোমানদের হাত হয়ে খ্রিষ্টপরবর্তী সপ্ত শতাব্দী পর্যন্ত বহুলভাবে পঠিত, প্রচারিত হয়েছিলেন। কিন্তু পরবর্তী এক হাজার বছর প্রায় অপঠিত থেকে বিশ শতকের শুরুতে আবার ফিরে এসেছেন।


এবং একুশ শতকে তাঁর কবিতা পুনঃপাঠ, আলোচনা এবং বিশ্লেষণ চলছে। তিনি প্রাচীন গ্রিক কবি সাফো। গ্রিসের প্রথম সমপ্রেমী কবি সাফো দুটি কারণে ফিরে এসেছেন। একটি– তাঁর কবিতার যৌনধর্মিতা, একই সঙ্গে পুরুষ একাধিপত্যের বিপক্ষে একজন নারী হিসেব কবির অবস্থান। অপরটি হলো– তাঁর কবিতার মান; বিশেষ করে কবিতার লিরিক্যাল শক্তি। সাফোর জন্ম খ্রিষ্টপূর্ব সপ্ত শতাব্দীতে, ৬৩০ খ্রিষ্টপূর্বে। তাই তাকে বলা হয় আর্কাইক পিরিয়ডের লেখক ও দার্শনিক। জন্মস্থান গ্রিকের এজিয়ান সাগরের উত্তর পূর্বে লেজবস নামের একটি দ্বীপ। দ্বীপটি গ্রিকের ইতিহাসে মিথিলান নামে পরিচিত ছিল তখন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us