যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ব্যুরোর বিশ্বাস করে, করোনাভাইরাসের উৎস খুব সম্ভবত চীন সরকার-নিয়ন্ত্রিত কোনো গবেষণাগারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এফবিআই অনেক সময় ধরে মূল্যায়ন করে দেখেছে, মহামারির উৎস খুব সম্ভবত গবেষণাগার কাণ্ডে।
মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের উদ্ভব নিয়ে এফবিআই প্রধানের এটিই প্রথম কোনো প্রকাশ্য মন্তব্য।