প্রেম বা সম্পর্কে কাছাকাছি থাকার প্রয়োজন তো হয়ই। তবে যারা লং ডিসটেন্স রিলেশনশিপে রয়েছেন, তাদের কাছে বহু সময়েই একটা সমস্যা হয়ে দাঁড়ায় এই শারীরিক নৈকট্যের খামতি। অনেক সময়েই তা সম্পর্ক ভাঙারও কারণ হয়ে দাঁড়ায়। তবে সেই সমস্যা মেটাতেই একদল পড়ুয়া বের করে ফেলেছে দুর্ধর্ষ সমাধান।
লং ডিসটেন্স সম্পর্ক মানেই শুধু ফোনে কথা কিংবা এসএমএস, খুব বেশি হলে ভিডিয়ো কল। কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। আর সেইখানেই সম্পর্কে এসে পড়ে দূরত্ব। নিজের ব্যক্তিগত জীবনেও এমনই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল চিনের ছাংচউ ভোকেশনাল ইনস্টিটিইটল অব মেকাট্রনিক টেকনোলজির গবেষক জিয়াং ঝংলির সঙ্গে। আর সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই তিনি অভিনব এক যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন।