You have reached your daily news limit

Please log in to continue


দুই হ্যাটট্রিকে সৌদি লিগের মাসসেরা রোনালদো

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যান ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে ছন্দে না থাকলেও সম্প্রতি আলো ছড়াচ্ছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারও পেলেন ৩৮ বর্ষী মহাতারকা।

সৌদি লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে খবরটি জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে আল-নাসেরের হয়ে ৪ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করে সেরা হয়েছেন রোনালদো।

আল নাসেরে অভিষেকের পর জানুয়ারিতে তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি রোনালদো। ফেব্রুয়ারিতে প্রথম ম্যাচেও ছিলেন ছায়া হয়ে। ফর্ম খুঁজে পেতে খুব বেশি সময়ও অবশ্য লাগেনি সিআর সেভেনের।

পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান রোনালদো। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলের জয়ে চারটি গোলই করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সেই ম্যাচে খেলা সকল লিগ মিলিয়ে স্পর্শ করেন ৫০০ গোলের মাইলফলক, সঙ্গে সৌদিতে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখাও পেয়ে যান।

পরের ম্যাচ আল-তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয়েও ছিল রোনালদোর অবদান। অ্যাসিস্ট করেন দুটি। মাসের শেষ ম্যাচে দামাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন পর্তুগিজ মহাতারকা। এক ম্যাচের ব্যবধানে সৌদিতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি হ্যাটট্রিক এখন রোনালদোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন