আইপিএল খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে জশপ্রিত বুমরাহর। পুরো মৌসুম মাঠের বাইরে কাটাতে হতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসারকে। পিঠের চোট এখনও পুরো সারেনি। এর মধ্যেই আবার পিঠে অস্ত্রোপচার করতে তার।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী বুমরাকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন ভারতীয় এই পেসার। পিঠে অস্ত্রোপচারের অর্থ, আরও বেশিদিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরার।