পুলিশ সপ্তাহের উদ্বোধন, পদক পাচ্ছেন ৩৪৯ জন

দৈনিক সিলেট প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৫

দৈনিকসিলেটডেস্ক:'পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি' শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী এ বছর পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৪৯ জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেবেন। গত ২৯শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে এবার ৪০ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)', ৬২ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা' এবং ১৪৩ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' দেয়া হবে। এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us