গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিক্তা খাতুন নামের ওই শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার ভাড়া বাসা থেকে রিক্তার মরদেহ উদ্ধার হয়। তার স্বামী রাসেল মণ্ডলকে আটক করেছে পুলিশ।রিক্তা ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।জানা যায়, ওই এলাকার সবুর সিকদারের বাসায় রিক্তা তাঁর স্বামীসহ প্রায় এক বছর ধরে বাস করে আসছিলেন। স্বামী রাসেল একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।