রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে ভোগ্যপণ্য আমদানি। বেশি আসছে ছোলা ও বিভিন্ন ধরনের ফল। আমদানি স্বাভাবিক থাকলে আগামী দুই মাসে ভোগ্যপণ্যের দাম অনেকটা কমে আসবে, এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। তবে বাজারে এসব পণ্যের দাম এখনও চড়া। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।
গত তিন দিনে ভোগ্যপণ্য ও ফলবাহী ৩২০টি ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দ্রুত খালাস প্রক্রিয়া শেষে এগুলো পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে জায়গা স্বল্পতার কারণে পণ্য খালাসে বেশি সময় লাগছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। আরও পড়ুন- নবীন-প্রবীণদের একসঙ্গে শৈশবে নিয়ে গেলো ‘কাদাখোঁচা’ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫৫ ট্রাক ভোগ্যপণ্য ও ফল আমদানি হয়েছে।