বলিউড অভিনেত্রী সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। টুইটারে এক ভিডিওবার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
এ অভিনেত্রী জানান, মাসখানেক হলো তিনি যুক্ত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ‘লিংকডইন’-এ। দিন দিন রিচ বাড়ছিল তার পেজের। এই নতুন কমিউনিটিতে যুক্ত হয়ে ভালো লাগছিল তার।
তবে হঠাৎ করেই একদিন তিনি দেখেন, তার এই সোশ্যাল মিডিয়া পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে, যা দেখে অবাক তিনি। এ বিষয়ে তাকে আগাম কোনো বার্তাও পাঠানো হয়নি, যা দেখে রীতিমতো অবাক সানি লিওন।
সানি জানান, তিনি বর্তমানে ফিরতে চান এই সোশ্যাল মিডিয়ায়। তবে কেন তাকে ব্লক করা হয়েছে সে উত্তরই খুঁজছেন তিনি।