বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে তা নিয়ে অহরহই আলোচনা হয়। সম্পদশালীদের তালিকায় পুরুষদের নাম যেমন রয়েছে, তেমনই নারীরাও পিছিয়ে নেই। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনী নারীর একটি তালিকা করেছে। চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কে কে আছেন এবং কিভাবে এই বিপুল সম্পদের মালিক হলেন তারা।
১. ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার
সম্পদের পরিমাণ- ৭৯ দশমিক ১ বিলিয়ন ডলার
ফোর্বসের তালিকা অনুযায়ী, ফরাসি বিলিয়নিয়ার ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী নারী। ১৯৫৩ সালের ১০ জুলাই ফ্রান্সের নিউলি-সার-সেইনে জন্মগ্রহণ করেন মেয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিউটি ও প্রসাধনী ব্র্যান্ড ল'রিয়াল এর উত্তরাধিকারী, প্রয়াত ব্যবসায়ী লিলিয়ান বেতনক্যুঁর একমাত্র মেয়ে ফ্রাসোয়াস বেতনক্যুঁ।