হামলার প্রতিবাদে খুলনায় বুধবার চিকিৎসকদের কর্মবিরতি

সমকাল প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩১

চিকিৎসকের উপর হামলা, মারধর ও ভাংচুরের প্রতিবাদে খুলনার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।


এছাড়া হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।


বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এছাড়া অপারেশন থিয়েটারে ভাংচুর চালায়। এক মাস আগে অস্ত্রোপচার করা রোগীর জটিলতার কথা বলে তারা এই হামলা চালায়। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।     সংবাদ সম্মেলনে বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us