নানা গুণে গুণান্বিত ঢাকাই ছবির চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
শুধু চিত্রনায়িকা বা অভিনেত্রী নয়; বিতার্কিক, রেডিও জকি এবং টিভি উপস্থাপক হিসেবেও পরিচিত তিনি।
এসবের মধ্যে নুসরাতের উপস্থাপক পরিচয়টা আর সবকিছুকে ছাপিয়ে গেছে। কারণ, টিভি উপস্থাপনায় নিজেকে মেলে ধরেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
যদিও রূপালী পর্দায় ব্যস্ত হয়ে উপস্থাপনার মাইক্রোফোন দীর্ঘ সময় হাতেই ধরেননি তিনি।
এবার অপেক্ষার পালা শেষ হলো। ফের চেনা সেই ভূমিকায় পাওয়া যাবে তাকে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠান উপস্থাপন করবেন তিনি।
তবে এবার উপস্থাপক হিসেবে দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা। কারণ, সেই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণেই বাড়তি উত্তেজনা বইছে নুসরাতের শিরা-উপশিরায়।
সে কথা জানিয়েছে ‘আশিকি’ খ্যাত নায়িকা জানালেন, তার ওপর অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরাও বিশ্বাস রেখেছেন। তারা বলছেন ‘ফারিয়াকে দিলে ঠিক করে ফেলবে’।
দীর্ঘ বিরতির পর ফের সঞ্চালনায়। এ নিয়ে কোনো নার্ভাসনেস কাজ করছে কিনা।