আবারও তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে সুইডেন ও ফিনল্যান্ড

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইস্যুতে তুরস্কের সঙ্গে সুইডেন ও ফিনল্যান্ডের আলোচনা মার্চ মাসে শুরু হতে যাচ্ছে। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ৯ মার্চ ত্রিদেশীয় এই আলোচনা পুনরায় শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত বছর স্বাক্ষরিত সমঝোতার উল্লেখিত তুরস্কের শর্তগুলো এখনও পূরণ করেনি সুইডেন।


জানুয়ারি মাসে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটের সদস্য হওয়া নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা স্থগিত করে তুরস্ক। ওই সময় সুইডিশ রাজধানী স্টকহোমে ডানপন্থী রাজনীতিকরা পবিত্র কোরআন পুড়ানোর ঘটনায় এই পদক্ষেপ নেয় আঙ্কারা।


তুর্কি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ৯ মার্চের বৈঠকে আমার সহকর্মীরা উপস্থিত থাকবেন। বৈঠকটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।


ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর গত বছর ন্যাটো জোটে যোগদানের আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু এক্ষেত্রে তুরস্কের অপ্রত্যাশিত বিরোধিতার মুখে পড়েছে সুইডেন।


তুরস্কের অভিযোগ, স্টকহোম তুরস্কে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us