সাবস্ক্রিপশন ফি কমাচ্ছে নেটফ্লিক্স

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪১

নেটফ্লিক্স এবার অর্ধেক দামে সাবস্ক্রিপশনের সুযোগ দেবে। তবে নির্দিষ্ট কিছু দেশের জন্যই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ২০২২ সালের শুরুতেই গ্রাহক হারিয়ে বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। সেজন্য তারা দায়ী করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, মহামারি, বিশ্ব অর্থনৈতিক অবস্থাকেই।


ধীরে ধীরে বিভিন্নভাবে গ্রাহক কিছুটা ফিরে পেয়েছে প্ল্যাটফর্মটি। বছরের শেষ তিন মাসে কোম্পানিটির প্রায় ৭৬ লাখ গ্রাহক বেড়েছে। তবে বর্তমানে বিনা মূল্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে নেটফ্লিক্স। বন্ধুদের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে। বেশ চড়া দামেই কিনতে হয় সাবস্ক্রিপশন। তবে একবার বিশ্বের কয়েকটি দেশে এই ফি কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।


বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে নেটফ্লিক্সের গ্রাহক রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য, সাব সাহারা আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া অঞ্চলের কিছু দেশে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন খরচ কমাবে। কোনো কোনো দেশে খরচ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হবে।


এরই মধ্যে গ্রাহকদের আকৃষ্ট করতেই গত কয়েক সপ্তাহে ৩০টিরও বেশি দেশে ফি কমিয়েছে নেটফ্লিক্স। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, গুয়াতেমালা, ইরান, জর্ডান, কেনিয়া, লিবিয়া, স্লোভাকিয়া এবং ইয়েমেনে ৫০ শতাংশ পর্যন্ত ফি কমিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us