ধার মেটাতে আরও ধার! বিদেশি কয়লাখনি বন্ধক রেখে টাকা তোলার চেষ্টায় আদানিরা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫

বাজারে থাকা ধার মেটাতে নাকি আরও প্রায় ৩ হাজার ৩১৫ কোটি টাকা ধার করতে চাইছে গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠী। আর সেই টাকা জোগাড় করতে আদানিরা তাদের অস্ট্রেলিয়ায় থাকা কারমাইকেল খনি বন্ধক রাখার কথা ভাবছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।


প্রতিবেদন অনুযায়ী, আদানি গোষ্ঠীর তরফে অস্ট্রেলিয়ার ওই কয়লাখনির মূল সম্পদের ভিত্তিতে ওই বিপুল পরিমাণ ঋণ সংগ্রহ করে সেই টাকা দিয়ে বাজারে থাকা ধার মেটানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাজারের ধার মেটাতে আদানিরা আরও ধার নিতে চাইছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, আদানিদের তরফে বিশ্বের একাধিক নামীদামি বিনিয়োগ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আদানি গোষ্ঠীর ট্রাস্ট দ্বারা নিয়ন্ত্রিত, ‘নর্থ কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনাল (এনকিউএক্স টি) এই তহবিল সংগ্রহের দায়িত্ব দেওয়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


আদানি ইতিমধ্যেই সম্ভাব্য ঋণদাতাদের কাছ থেকে সদর্থক বার্তা পেয়েছেন। তবে ঋণ দেওয়ার আগে বিনিয়োগকারীরা আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি বিবেচনা করে দেখতে চাইছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর। কারমাইকেল খনি ছাড়াও অস্ট্রেলিয়ায় আদানিদের আরও বেশ কয়েকটি সম্পত্তির মালিকানা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us