আর-ভেঞ্চারস ৩.০-এর গ্র্যান্ড ফিনালে ৫ মার্চ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২

রবির ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে সেরা ১১টি প্রস্তাব। সেমিফাইনাল রাউন্ডের জন্য শীর্ষ ২৫টি দল বাছাই করা হয়েছিল। চলতি মাসে বাছাই করা দলগুলোকে একটি স্টার্টআপ প্রশিক্ষণ দিয়েছে খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। প্রশিক্ষণ পর্ব শেষে দলগুলো জুরি প্যানেলের কাছে তাদের প্রস্তাবগুলো তুলে ধরে।জুরি প্যানেলের মধ্যে ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এসবিকে টেক ভেঞ্চারসের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, রেডডট ডিজিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিব মুস্তাবসির প্রমুখ।


ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া সেরা ১১টি দল হল ফিনটেক থেকে জমা ও হিসাবপ্লাস, এসিসটিভ টেকনোলোজি থেকে দৃষ্টি, ই-কমার্স ও রিটেইল থেকে ডিজি দোকান লিমিটেড, গার্মেন্টস টেক থেকে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, সফটওয়্যার অ্যান্ড টেকনোলোজি থেকে এএনটিটি রোবোটিকস, গ্রিনটেক/মোবিলিটি থেকে মাইল, কনজিউমার সার্ভিসেস থেকে ইয়োর-ক্যাম্পাস, সার্কুলার ইকোনমি/ক্লিনটেক থেকে রিসাইকেল জার ইকোসিস্টেম, লিগ্যাল টেক থেকে উকিল এবং হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে রিল্যাক্সি লিমিটেড।আগামী ৫ মার্চ প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us