You have reached your daily news limit

Please log in to continue


'লামা' নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জোরেশোরে শামিল হলো ফেসবুকের মূল কোম্পানি মেটা। গবেষকদের জন্য নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম বা লামা) প্রকাশ করতে যাচ্ছে কোম্পানিটি। এই এলএলএম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের মূল সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটার এ ঘোষণা প্রতিযোগী প্রযুক্তি কোম্পানিগুলোকে নিশ্চিত চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মূলত মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন এআই কোম্পানির চ্যাটজিপিটি গত বছরের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এ খাতে লড়াইটা প্রকাশ্য হয়ে পড়ে। ইতোমধ্যে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট থেকে শুরু করে চীনের বাইদু পর্যন্ত সবাই এআই নিয়ে সক্ষমতা তুলে ধরছে।এক ব্লগে মেটা জানিয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই (লামা), শিগগিরই অবাণিজ্যিক ব্যবহারের জন্য গবেষক, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন