ফেসবুক মেসেঞ্জার রোলকল নামে নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে। বি-রিয়ালের আদলে অভ্যন্তরীণ এই পরীক্ষাটি চালাচ্ছে ফেসবুকের অভিভাবক মেটা।সম্প্রতি এমন একটি তথ্য জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। জানা যায়, ফিচারটি প্রথম আনে সোশ্যাল মিডিয়া পরামর্শক ম্যাট ন্যাভারা।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তার তাৎক্ষণিক কোনও কর্মকাণ্ড শেয়ারের জন্য ইনভাইট পাঠানোর পর তারা ছবি বা ভিডিও যুক্ত করতে পারবেন। একই রকম বি-রিয়ালে ব্যবহারকারী যেকোনও মোমেন্ট শেয়ার করতে পারবে। ব্যবহারকারীর সেখানে মোবাইলের উভয় পাশের ক্যামেরা দিয়ে ছবি তুলে তা আদান-প্রদান করতে পারবে।এই ফিচার চালু হলে ব্যবহারকারী চাইলে গ্রুপ চ্যাটে রোলকল থ্রেড শুরু করতে পারবেন।