এক সময় কথায় কথায় সেঞ্চুরি হাঁকানো মুমিনুল হক সেঞ্চুরি করা ভুলেই গিয়েছিলেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক ইস্টজোনের হয়ে সেঞ্চুরি খরা কাটিয়েছেন পকেট ডায়নামো খ্যাত এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে ২৯ ইনিংস পর সেঞ্চুরি এলো তার ব্যাট থেকে।
এদিন মুমিনুলের আগে কক্সবাজারে সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম। বিসিবি নর্থজোনের এ ব্যাটার আগের দিন ৭৫ রানে অপরাজিত ছিলেন। আজ সকালের সেশনে তুলে নেন সেঞ্চুরি। যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৩০তম সেঞ্চুরি। ৩২ সেঞ্চুরি নিয়ে তার ওপরে আছেন কেবল তুষার ইমরান। নাঈমের ১০৭ রানের ইনিংসে বিসিবি নর্থ জোন প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৭৮ রানে ইনিংস ঘোষণা করে।
জবাব দিতে নেমে ইসলামী ব্যাংকের শুরুটা ভালো হয়নি। ৭ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ আশরাফুল। তিনে নেমে মুমিনুল ওপেনার রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। দুজনের ব্যাটে এগিয়ে যায় ইসলামী ব্যাংক। কিন্তু ৪৭ রানে থামতে হয় রনিকে। এরপর মুমিনুল ও জহুরুল ইসলাম দলকে এগিয়ে নেন।