বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা নিলে আপত্তি নেই বাটলারের

সমকাল প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিল ইংলিশরা। সেই সফরে বাংলাদেশে একটি টেস্ট ও একটি ওয়ানডে হেরেছিল তারা। চট্টগ্রামে প্রথম টেস্টও তারা হারতে হারতে জিতেছিল। যে কারণে এবার বাংলাদেশে এসে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার জানালেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন।


ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা ব্যবহার করবে তা সবারই জানা। উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বাংলাদেশ বরাবরই স্লো অ্যান্ড স্পিন উইকেট রাখে। যাতে বাড়তি সুবিধা পায় স্বাগতিক দল। 


তবে এই হোম কন্ডিশন ব্যবহারে কোনো আপত্তিই নেই ইংলিশ অধিনায়কের, 'এসব নিয়ে কখনো চিন্তা করা হয়নি। বাংলাদেশ হোম কন্ডিশনে বেশ ভালো দল। নিশ্চিতভাবেই তারা ঘরের মাঠে সুবিধা নিতে চাইবে। শেষ কয়েক বছর ধরে তারা এটা ব্যবহার করছে। ফেয়ার এনাফ।'


সামনেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের কন্ডিশনের সঙ্গে বেশ মিল বাংলাদেশের।  বিশ্বকাপের আগে তাই বাংলাদেশের কন্ডিশনে ম্যাচ খেলে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ হিসেবে দেখছেন বাটলার, 'নিশ্চিতভাবেই বাংলাদেশ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে তাদের হারানো কঠিন। বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us