ইমরান খান শিগগিরই গ্রেপ্তার হতে পারেন, দাবি পাকিস্তানি মন্ত্রীর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৮

শিগগিরই গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। এমনই দাবি করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএলএন) সিনিয়র নেতা এবং দেশটির অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক।


এছাড়া বর্তমান আর্থিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এখনই নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার লাহোরের তাজপুরা এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন দেশটির অর্থনৈতিক বিষয়ক ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক। সেখানে তিনি আশা প্রকাশ করেন, ইমরান খানকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।


একইসঙ্গে দেশের বর্তমান আর্থিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এখনই নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় এবং চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হওয়া উচিত মন্তব্য করে আয়াজ সাদিক বলেন, ‘ইমরান খানকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us