পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেলুচিস্তানের বারখানের রাখানি বাজারে বিস্ফোরণ ও হতাহতের ওই ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, বারখান স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাজ্জাদ আফজাল ডন ডটকমকে বিস্ফোণের জেরে হওয়া নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের জন্য এলাকাটিকে ঘিরে রেখেছে।
এদিকে বারখানের জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো ডন ডটকমকে বলেন, একটি মোটরসাইকেলে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনাটি ঘটে।