রণবীরের কণ্ঠে উল্টো সুর

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩

কয়েক মাস আগে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে পাকিস্তানের কয়েকজন নির্মাতাও ছিলেন। পাকিস্তানি এক নির্মাতা রণবীরকে প্রশ্ন করেন, সে দেশের কোনো সিনেমার প্রস্তাব পেলে তিনি কাজ করবেন কি না! উত্তরে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই স্যার। আমি মনে করি, শিল্পীদের কোনো ভৌগোলিক সীমা হয় না। মিলেমিশে থাকা ও আদান-প্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত। আমার খুব ভালো লাগবে পাকিস্তানের কোনো সিনেমার অংশ হতে পারলে।’



উদাহরণ হিসেবে রণবীর উল্লেখ করেন ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত গত বছরের আলোচিত পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’-এর কথা। ফাওয়াদ ও মাহিরা দুজনেই বলিউডে কাজ করেছেন। ‘রইস’-এ শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে মাহিরাকে। অন্যদিকে ‘খুবসুরত’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এ অভিনয় করেছেন ফাওয়াদ। সুযোগ পেলে এ ধরনের উদাহরণ তিনিও তৈরি করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন রণবীর।



তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। কিছুদিন আগে জাভেদ আখতার পাকিস্তানের সাহিত্য উৎসবে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে তুমুল তর্ক হচ্ছে। মুম্বাই হামলার জন্য পাকিস্তানিদের দিকে আঙুল তোলায় সে দেশের তারকাদের রোষের কবলে পড়েছেন জাভেদ। ফলে ভারত ও পাকিস্তান—দুই দেশের শিল্পীদের মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সুর বদলালেন রণবীরও

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us