ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ঢাকা নগর পরিবহন। এই পরিবহনের বাস নির্দিষ্ট জায়গায় থামে, ভাড়া বাড়তি নেওয়া হয় না। নগর পরিবহনের বাস অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতাও করে না।
অবশ্য সেবাটি চালু করতে গিয়ে বিপাকে পড়েছে বাস রুট রেশনালাইজেশন (পুনর্বিন্যাস) কমিটি। কারণ, সংশ্লিষ্ট রুটগুলোতে রুট পারমিটবিহীন বাস চলা বন্ধ হয়নি। রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালানো হয়। এখন এই অভিযানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বেসরকারি বাসমালিক ও শ্রমিকেরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে গত বুধবার লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে ১১টি দাবি জানানো হয়েছে, যার একটি হলো ঢাকায় বাস রুট পুনর্বিন্যাসের নামে বিভিন্ন রুটে বাস চলাচলে বাধা না দেওয়া। যদিও এই দাবির সপক্ষে তাদের তেমন কোনো যুক্তি নেই; বরং মালিকেরা স্মরণ করিয়ে দিলেন সরকারের পাশে থাকার কথা। তাঁরা বলেছেন, আওয়ামী লীগের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে এবং ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের ঘটনায় সরকারের পক্ষে ঢাকা শহরে চলাচলকারী গাড়ির মালিক-শ্রমিকেরা বিশেষ ভূমিকা রেখেছেন।